* শিবালয়ে তেওতা এলাকায় যমুনা নদীতে ধরা পড়ল ঘড়িয়ালের ছানা।

শিবালয়ে তেওতা এলাকায় যমুনা নদীতে ধরা পড়ল ঘড়িয়ালের ছানা।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে গতকাল মঙ্গলবার এক জেলের জালে ধরা পড়েছে ঘড়িয়ালের ছানা। পড়ে এটিকে পাঠানো হয় বাংলাদেশ জাতীয়
চিড়িয়াখানায়। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সুত্রে জানা গেছে, গতকাল ভোর থেকে উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিলেন স্থানীয় জেলে আবুল কালাম।

সকালে আকস্মিক তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির ঘড়িয়ালের ছানা। খবর পেয়ে ঘড়িয়াল দেখতে উৎসুক জনতা নদীর তীরে ভিড় জমায়।

পড়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা ঘড়িয়াল ছানাটি উদ্ধার করেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এ এম রেজ্জাকুল বলেন, ঘড়িয়াল বিলুপ্তির পথে। উদ্ধার করা ঘড়িয়াল ছানাটির দৈর্ঘ্য সাড়ে তিন ফুট। উদ্ধারের পর ছানাটি মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।

জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তা সঞ্চিত কুমার বিশ্বাস জানান,একটা সময় দেশের বড় নদীগুলোতে বিভিন্ন প্রজাতির ঘড়িয়ালের বসবাস থাকলেও এখন বিলুপ্ত হতে চলেছে। 

বর্তমানে দেশের সব চিড়িয়াখানায় মাত্র ১১ টি ঘড়িয়াল আছে। জাতীয় চিড়িয়াখানায় ঘড়িয়াল ছানাটির প্রয়োজনীয় চিকিৎসা ও রক্ষণাবেক্ষণ করা হবে। দর্শণার্থীদের জন্য এটিকে উন্মুক্ত করে দেয়া হবে।

No comments

Powered by Blogger.