* যেকোনো জব পরীক্ষার জন্য- আন্তর্জাতিক সম্পর্কিত কিছু চলতি ঘটনা জেনে রাখুন কাজে দিবে


যেকোনো জব পরীক্ষার জন্য-
আন্তর্জাতিক সম্পর্কিত কিছু চলতি
ঘটনা জেনে রাখুন কাজে দিবে:

===================
=> বংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি সেবা( MNP) চালু হয়: 1 অক্টোবর।
=> সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে কবে হত্যা করা হয়: 2 অক্টোবর।
=> সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় পদে কোটা বাতিলের পরিপত্র জারি করে কবে:4 অক্টোবর।
=> 6 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়:51।
=> 21 শে অক্টোবর দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন কততম:23 তম।
=> বাংলাদেশ শিশু একাডেমি বিল 2018 পাস হয় কবে:24 অক্টোবর।
=> বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর দৈর্ঘ্য কত:55 কিলোমিটার (34 মাইল)।
=> ভুটানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি: লোটে শেরিং।
=> ইরাকের নতুন পেসিডেন্টে কে:বারহাম সালিহ।
=> যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: জেরেমি হান্ট।
=> বাংলাদেশ কততম দেশ হিসাবে MNP সেবা চালু করে:72 তম।
=> যুক্তরাজ্যের বর্তমান BR-EXIT মন্ত্রী: ডমিনিক রাব।
=> যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে BR-EXIT পরবর্তী শুল্ক বিল পাস হয়: ১৬ জুলাই, ২০১৮
=> ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেয়া হয়: ০৯ জুলাই, ২০১৮।
=> ১৬ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারে মতো বৈক করেন: হেলসিংকি, ফিনল্যান্ড।
=> জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন জাতিসংঘ অভিবাসন চুক্তি গৃহীত হয়: ১৩ জুলাই, ২০১৮।
=> ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাপানের মধ্যে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ জুলাই, ২০১৮
=> ২৯তম NATO শীর্ষ সম্মেলন হয়: ১১-১২ জুলাই ২০১৮; ব্রাসেলস, বেলজিয়াম।
=> চরম দারিদ্র্যের শীর্ষ দেশ: নাইজেরিয়া।[৮ কোটি ৭১ লক্ষ]
=> বাংলাদেশের চরম দারিদ্র্যের সংখ্যা: ১ কোটি ৬৭ লক্ষ যা মোট জনসংখ্যার ১০.৫%।
=> মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক সদস্যদের নতুন শ্রেণিবিন্যাস:
* নিম্ন আয়=> ৯৯৫ (মা.ড.) বা কম=> ৩৪ টি দেশ
* নিম্ন মধ্যম আয় => ৯৯৬-৩,৮৯৫ (মা.ড.) => ৪৭টি দেশ
* উচ্চ মধ্যম আয় => ৩,৮৯৬ (মা.ড.)-১২,০৫৫ => ৫৬টি দেশ: মালদ্বীপ
* উচ্চ => ১২,০৫৬ বা তার বেশি => ৮১টি দেশ।
=> জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলেপমেন্ট সূচক এ বাংলাদেশের অবস্থান: ১১৫তম।
====================

No comments

Powered by Blogger.