* কিছু গুরুত্ত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও উত্তর যা আপনার সবক্ষেত্রে কাজে লাগতে পারে দেখেনিন এক নজরে।


যা ই পড়বা পূর্ণ মনোযোগ সহকারে পড়বা।
মনোযোগ ছাড়া সারাদিন পড়ার টেবিলে বসে থাকার চেয়ে মন দিয়ে কিছুক্ষণ পড়াও Better ! প্রতিটা দিনকে কাজে লাগাও ।
মনোযোগ সহকারে দৈনিক অন্তত ৮ ঘন্টা করে পড় ।
আসলে , কতক্ষণ পড়লা সেটার চেয়ে কতটুকু পড়লা সেটাই বেশি গুরুত্বপূর্ণ । 


টার্গেট সেট করে পড়ো । আজকে কতটুকু পড়বা সেটা দিনের শুরুতেই ঠিক করে ফেলো । সেটা খাতায় লিখো । সে অনুসারে পড়ার চেষ্টা কর । কতটুকু পড়লা দিনশেষে তা লিখে রাখতে পারো । 

নিয়মিত নামাজ আদায় করো ,
দৈনিক কুর্‌আন তেলাওয়াত করো ( অল্প করেই করো.. অন্তত ১ পৃষ্ঠা ) ।
ধর্মীয় অনুশাসন মেনে চললে মন ও ফ্রেশ থাকে । বাজে চিন্তা মাথায় কম ঢুকে । পড়ায় মন বসে ।
কোনভাবেই হতাশ হওয়া যাবেনা । নিজের উপর , সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম করে যাও ।
একটা কথা মনে প্রাণেই বিশ্বাস করো " ইনশাআল্লাহ আমি চান্স পাবোই " ।
আর চেষ্টা করে যাও সেভাবেই ।
নিজের উপর অগাধ আস্থা রেখে পড়াশুনা করো।
প্রতিদিন প্রায় সবসময় মনে মনে বলবে- আমি পারবোই,আমাকে পারতেই হবে। আমার দ্বারা সব সম্ভব।
আমি চান্স পাবো।
ইনশাআল্লাহ চান্স পাবা :-)
শুভকামনা রইলো।


আর আমার লেখা এই ব্লগটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।যাতে সবাই শিখতে পারে।

প্ৰশ্ন। বাংলাদেশের সাংবিধানিক নাম ?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
প্রশ্ন। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকে?
উত্তর : জেমস রেনেল।
প্রশ্ন। বাংলাদেশে কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর : ১৯৭১ সালে। প্ৰশ্ন। পূর্বে বাংলাদেশের কী নাম ছিল
উত্তর : পূর্ব পাকিস্তান।
প্রশ্ন। বাংলাদেশের মানবীনতা দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর : ২৬ শে মার্চ।
প্রশ্ন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে পালন করা হয়।
উত্তর : ১৬ই ডিসেম্বর।
প্রশ্ন। কত তারিখে বাংলাদেশের শহিদ, দিবস পালন করা হয়।
উত্তর : ২১ শে ফেব্রুয়ারি।
প্ৰশ্ন। কোন তারিখকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়?
উত্তর : ২১ শে ফেব্রুয়ারি।
প্রশ্ন। জাতিসংঘ কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃতা
হিসেবে ঘোষণা করে।
উত্তর: ১১১১ সালে।
প্ৰশ্ন। বাংলাদেশের দক্ষিণের সীমানা কী?
উত্তর : বঙ্গোপসাগর।
প্রশ্ন। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে।
উত্তর : ৫টি।
প্ৰশ্ন । বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১৬ মে, ১৯৭৪ সালে।
প্রশ্ন। বাংলাদেশের সীমানা লেখ।
উত্তর : বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গা, মেঘালয় ও আসা
প্ৰদেশ; দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের আসাম, মিজোরাম
ত্রিপুরা মায়ানমার ); পশ্চিমে পশ্চিমবঙ্গা
ও (বার্মাভারতের ও কুচবিহ
অবহিত।
প্ৰশ্ন। বাংলাদেশের আয়তন কত?
উত্তর : ১,৪৭,৫৭০ কৰ্গকিলোমিটার কমাইল
অথবা ৫৬,১৭৭ ।
প্রশ্ন। বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা কত?
উত্তর : প্রায় ১৬ কোটি ১০ লক্ষ।
প্ৰশ্ন। আমাদের জাতীয়তা কী?
উত্তর : আমাদের জাতীয়তা বাংলাদেশি।
প্রশ্ন। বাংলাদেশের রাজধানীর নাম কী?
উত্তর : ঢাকা।
প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “আমার সোনার বাংলা’ গানটির
প্রথম ১০ লাইন।
প্রশ্ন। বাংলাদেশের রণসংৰীত চ চ চ’ কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : ‘সন্ধ্যাকাব্যের অন্তর্গত।
প্ৰশ্ন। বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
উত্তর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন। বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?
উত্তর : সেলিনা রহমান।
প্ৰশ্ন। বাংলাদেশের জাতীয় পতাকার রং কী?
উত্তর : গাঢ় সবুজ রঙের ওপর। উদীয়মান সূর্যের একটি লাল বৃত্ত আঁকা।

No comments

Powered by Blogger.