* Vidmate থেকে সরাসরি ভিডিও মেমোরি কার্ডে ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম…
হ্যালো টিউনার,
কেমন আছেন আপনারা,আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি…আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনারা Vidmate থেকে  সরাসরি ভিডিও মেমোরি কার্ডে ডাউনলোড করবেন।

যারা এ্যান্ড্রয়েট ফোন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে, Vidmate থেকে ভিডিও ডাউনলোড করলে ফোন মেমোরিতে ডাউনলোড হয়। আর আমি আজ দেখাব যে কিভাবে আপনারা মেমোরিতে ভিডিও গুলি ডাউনলোড করবেন। তো আর বেশি বক বক না করে চলে যাই কাজের কথায়।
প্রথমে আপনারা আপনার Vidmate টি ওপেন করুন, তারপর Me নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 


তারপর Settings নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 

তারপর Download Settings নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 



তারপর Download Path Setting নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।


ক্লিক করার পর দেখতে পাবেন Selecte Download Path সেখানে আপনার ফোন মেমোরি সিলেক্ট থাকবে।



আপনি আপনার মেমোরিটি সিলেক্ট করে দিবেন ব্যাস কাজ শেষ।

আশা বুঝতে পেরেছেন। না বুজলে ভিডিও টি দেখুন। নিচে ভিডিওর লিংক দেয়া আছে।

আশাকরি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ব্লগটি এতটুকু পরিমাণ আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।যাতে তারাও শিখতে পারে।ভালো থাকুন সুস্থ্য থাকুন। পরিবারের সবার খেয়াল রাখুন এই বলে শেষ করছি আমি শামীম। ধন্যবাদ পুরো ব্লগটি এতোক্ষণ ধর্যসহকারে পড়ার জন্য।

2 comments:

  1. Nice Article!I would like to recommend another video downloader for Android: Vidmate apk downloadVidmate.

    ReplyDelete
  2. ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন Vidmate apps থেকে সরাসরি ভিডিও মেমোরি কার্ডে ডাউনলোড করার করা শিখতে পারলাম

    ReplyDelete

Powered by Blogger.