বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশ
– দেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে- ২০২১
– বাংলাদেশের সুইজারল্যান্ড নামে খ্যাত- টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ই দ্বিতীয় ড্রিমলাইনারের নাম- হংস বলাকা
– দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল— বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
– প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মােট মন্ত্রী—২৫ জন
– মৌসুমী ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের – অবস্থান দশম
– বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা- ১৬৬টি
– দেশে বর্তমানে নদী বন্দর রয়েছে—৩৩টি
– বাংলাদেশে মােট ফল চাষ হয়— ৭২ প্রজাতির
– বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল— ৪১টি
_ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ- জুলাই ২০২০-জুন ২০২৫
– বর্তমানে দেশে ভৌগােলিক নির্দেশক পণ্য— ৩টি
– বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম রয়েছে— ৬টি
– জাতীয় ডেটা সেন্টার বা তথ্যভাণ্ডার অবস্থিত- কালিয়াকৈর, গাজীপুর
– দুবলার চর অবস্থিত— সুন্দরবনের দক্ষিণ উপকূলে
– বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান— বিক্রমপুর, মুন্সিগঞ্জ
– সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন- পদার্থবিদ
– উত্তর গােলার্ধে বছরের সবচেয়ে বড় দিন—২১ জুন
– মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রিখটার স্কেল ব্যবহার করা হয়— ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য
– কাজী নজরুল ইসলাম যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন—ধ্রুব
– ভারতের শেষ মােগল সম্রাট ছিলেন— দ্বিতীয় বাহাদুর শাহ
– বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন— মুর্শিদকুলী খান
– বাংলাদেশের যে ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর ভাষার নাম মান্দি- গারাে
– পাথরের ওপর ছবি এঁকে ছাপ নেয়ার পদ্ধতি— লিথােগ্রাফি
‘খাবার স্যালাইন’-এর উদ্ভাবক প্রতিষ্ঠান— ICDDRB
– ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়— ১৮৫৭ সালে
– অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা হলাে— বৌদ্ধ পুঁথি
– উয়ারী বটেশ্বর যে জেলায় অবস্থিত- নরসিংদী
– দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু ১’ যে মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়— ফ্যালকন-৯
জাতীয় গণহত্যা দিবস’– ২৫ মার্চ
– বাংলাদেশের যে নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত- হালদা
– বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা- ৫৪টি
– মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত- করতােয়া 
– চীন, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী—ব্রহ্মপুত্র
– জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মাঈনুল হােসেন
– সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়
– তিস্তা বাঁধ বাংলাদেশের যে জেলায় অবস্থিত— লালমনিরহাট
– কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম— কাপ্তাই ভ্যালি
– বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল— বঙ্গ
– যে বংশের শাসকেরা প্রায় চার শ’ বছরের মতাে বাংলা শাসন করেছে— পাল বংশ
– ‘আগুনের পরশমনি’ যে ধরনের চলচ্চিত্র- মুক্তিযুদ্ধভিত্তিক
– যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল— ইরাক
– বিদেশে যে মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়— কলকাতা
– শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়— ১৪ ডিসেম্বর
– বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি আছে— ৩৫টি জেলায়
– ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন— নাথান কমিশন
– ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সংগীত— ভাটিয়ালী 
– শিল্পাচার্য জয়নুল আবেদীনের কবর— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে

আন্তর্জাতিক
– CPTTP বা TPP11 কার্যকর হয়— ৩০ ডিসেম্বর ২০১৮
– প্রাচ্যের নিউজিল্যান্ড হিসেবে পরিচিত— ভুটান
– বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
– ২০১৮ সালে বৈশ্বিক রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দেশ- ভারত
– সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়— অসমীয়া 
– বাজার মূল্যে বিশ্বের শীর্ষ শেয়ার বাজার- যুক্তরাষ্ট্র
– শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী- রণিল বিক্রমাসিংহে
– জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট- সালােম জুরাবিশভিলি
– ৪৫তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে—ফ্রান্স
– UNESCO’র বর্তমান সদস্য— ১৯৩
– OPEC’র বর্তমান সদস্য– ১৪
– ২০১৮ সালে Ballon d’or বর্ষসেরা ফুটবলার— লুকা মডরিচ
– ২০১৮ সালে ৬ষ্ঠ ICC Women’s World T20 চ্যাম্পিয়ন দেশ— অস্ট্রেলিয়া
– সিন্ধু সভ্যতা যে যুগের—তাম্র যুগের
– যে দেশে লিখিত সংবিধান নেই—যুক্তরাজ্য
– জাপানের পার্লামেন্টের নাম— ডায়েট
– এডলফ হিটলার যে দেশে জন্মগ্রহণ ” করেন—অস্ট্রিয়া
– ভিয়েতনামের রাজধানীর নাম—হ্যানয় 
– বান্দা আচেহ অবস্থিত- ইন্দোনেশিয়া
– তাজমহল ভারতের যে প্রদেশে অবস্থিত-উত্তর প্রদেশ
– যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন— আব্রাহাম লিংকন
– বার্লিন দেয়ালের পতন ঘটে–১৯৮৯ সালে
– যে রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়—যােড়শ লুই
– Transparency International’র সদর দপ্তর-বার্লিন
– ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত– নিউইয়র্ক
– হেলসিংকি যে দেশের রাজধানী- ফিনল্যান্ড
– তাহরির স্কয়ার অবস্থিত- কায়রাে, মিসর
– সালভাদর ডালি’ ছিলেন একজন- চিত্রশিল্পী
– ল্যুভর মিউজিয়াম অবস্থিত- প্যারিস, ফ্রান্স
– ব্রাজিল যে দেশের উপনিবেশ ছিল- পর্তুগাল
– বিশ্বের প্রাচীনতম সভ্যতা– মেসােপটেমীয় সভ্যতা
– Prison Notebook বইটির রচয়িতা-অ্যান্থনি গ্রামসি
– ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলাে—৬৬ ফুট বা ২২ গজ
– জাপানের পূর্বনাম– নিপ্পন
– Long Walk to Freedom গ্রন্থের রচয়িতা- নেলসন ম্যান্ডেলা
– The Republic গ্রন্থটির রচয়িতা- প্লেটো
-‘গারুদা’ যে দেশের বিমান সংস্থা-ইন্দোনেশিয়া
– ‘এএফপি’ যে দেশের সংবাদ সংস্থা—ফ্রান্স
– এডেন যে দেশের সমুদ্রবন্দর-ইয়েমেন
– ইউরােপের দীর্ঘতম নদী- ভলগা
– যে গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী- বুধ
– মাদার তেরেসা যে দেশে জন্মগ্রহণ করেন – উত্তর মেসিডােনিয়া
– ‘ফাদার অব অল বােম্বস’ (FOAB) যে দেশের তৈরি- রাশিয়া

No comments

Powered by Blogger.